বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর কাঁকনহাট পৌরসভার নৌকার জয় হয়েছে। ভোট গণনা শেষে একেএম আতাউর রহমান খানকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ভোট পেয়েছেন ৫৫৮৫ ভোট। তিনি ৪৬৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাফিজুর রহমান।
এছাড়া বিএনপির প্রার্থী হাফিজুর রহমান হাফিজ। আর জাতীয় পার্টি থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন রুবন হাসান। এই পৌরসভায় পরিবেশ সুষ্ঠু থাকায় নিজ নিজ পক্ষে নির্বাচনের প্রচারণা
নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ ভালো ছিল। এছাড়া নির্বাচনের দিনে কেন্দ্রে পুলিশ, আনসার থাকবে। এছাড়া মোবাইলটিম, থানা টহল পুলিশ ছাড়াও ম্যাজিস্ট্রেটের টহল দেখা গেছে।
এ পৌরসভায় ১১ টি ভোট কেন্দ্রে রয়েছে, ভোট কক্ষের সংখ্যা ৪৪ টি, পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৪ শ ২৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬ হাজার ৮শ ৯৯ ভোট। এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৩ হাজার ৩ শ ২৫ ভোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।