Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বিলবাও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১০:০২ এএম

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে অ্যাতলেটিকো বিলবাও। রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছে বিলবাও।

সুপার কাপের প্রথম সেমিফাইনালে সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সালোনা। তাই সম্ভাবনা জেগেছিল এল ক্লাসিকো দেখার। কিন্তু বিলবাওয়ের কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় সেটা আর হলো না।

গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে রাউল গার্সিয়ার কাছেই হেরেছে রিয়াল মাদ্রিদ। বিলবাওয়ের এই তারকা করেছেন দুই গোল। তবে দুটি গোলেই দায় ছিল রিয়াল মাদ্রিদ তারকা লুকাস ভাসকেজের। তার ভুলেই হয়েছে দুটি গোল।

ম্যাচের ১৮ ও ৩৮ মিনিটে গোল দুটি করেছিল রাউল গার্সিয়া। তবে বিরতির পর ম্যাচের ৭৩ মিনিটে একটি গোল পরিশোধ করেছিল বেনজামা। তবে সেটা তাদের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ