মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের শীর্ষ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা, টেনসেন্ট এবং বাইদুকে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে জড়িত চার কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের একের পর এক নিষেধাজ্ঞায় বিপর্যয়ের মধ্যে থাকা বেইজিংয়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সুসংবাদ।
তবে চলতি সপ্তাহে আরও নয়টি চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। চীনের সামরিক বাহিনীকে তারা তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু এবং মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের মালিক ও ভিডিও গেম লিডার টেনসেন্টকেও ওই তালিকায় যুক্ত করার কথা ছিল। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো নতুন মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে চীন সম্পর্কে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করার ফলে ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনুচিন এই পরিকল্পনায় বাধা দেন বলে সূত্র জানায়। তবে এ বিষয়ে মার্কিন ট্রেজারি, রাজ্য ও প্রতিরক্ষা বিভাগগুলোর পাশাপাশি চীনা সংস্থাগুলোও এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
আকস্মিক সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের মধ্যে চীন নীতি নিয়ে বিভাজন আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও যাতে আক্রমণাত্মক মনোভাব বজায় রাখে তা নিশ্চিত করতে চাইছেন ট্রাম্প। গত মাসে হোয়াইট হাউসের কালো তালিকায় চীনের শীর্ষ চিপমেকার এসএমআইসি এবং তেল জায়ান্ট সিএনওওসি’কে যুক্ত করেছে। ট্রাম্প জানুয়ারিতে এন্ট গ্রুপের আলিপেসহ আটটি চীনা অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেনে নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশও জারি করেছিলেন। সূত্র: রয়টার্স, এফটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।