Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে অভিশংসিত করতে যে ১০ রিপাবলিকান ভোট দিয়েছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১:৫৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করা হলো। আগামী ২০ জানুয়ারি তার ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু এর আগেই ক্যাপিটল হিলে সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগে তাকে অভিশংসনের শিকার হতে হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন ডেমোক্রেটরা। তবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ১০ প্রতিনিধিও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন-

ইলিনয়ের অ্যাডাম, কিনজিংগার ওয়াইওমিংয়ের লিজ চেনি, নিউ ই্য়র্কের জন কাটকো, মিশিগানের ফ্রেড আপটোন, ওয়াশিংটনের জেইমি হেরেরা, ওয়াশিংটনের ড্যান নিউহাউজ, মিশিগানের পিটার মিইজার, ওহিওর অ্যান্থনি গঞ্জালেজ, সাউথ ক্যারোলিনার টম রাইস, ক্যালিফোর্নিয়ার ডেভিড ভ্যালেদাও। উল্লেখ্য, ট্রাম্পকে অভিশংসনের বিলটি এখন যাবে সিনেটে। সেখানে পাশ হলেই গদি ছাড়তে বাধ্য হবেন পৃথিবীর প্রভাবশালী এই প্রেসিডেন্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ