মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে এবং শত শত সশস্ত্র সৈন্য অবস্থান নিয়েছে কংগ্রেসে।ন্যাশনাল গার্ডকে সতর্ক করে বলা হয়েছে, যারা গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলা চালিয়েছে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেকের সময়ও এমন হামলা চালাতে পারে। সেই সঙ্গে বিস্ফোরক সামগ্রী ও সশস্ত্র হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে ন্যাশনাল গার্ড। ওয়াশিংটনের নিরাপত্তায় অন্যান্য বাহিনীকে সহায়তা করতে এখন পর্যন্ত ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে। সেনা সদস্যদের বন্দুক, রাইফেলসহ সুরক্ষামূলক সামগ্রী বহনের নির্দেশ দেয়া হয়েছে। -ডেইলি মেইল, এপি
বুধবার প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, শত শত ন্যাশনাল গার্ডের সদস্যরা সশস্ত্র সজ্জিত অবস্থায় ক্যাপিটল ভবনের মেঝেতে শুয়ে আছেন। সেখানেই এখন দিন-রাত পার করছেন তারা। ]রিপাবলিকান আইনপ্রণেতা মাইক ওয়ালটাজ ও ভিকি হার্টজলারকে ক্যাপিটলে মোতায়েনকৃত সৈন্যদের পিজ্জার বক্স বিতরণ করতে দেখা গিয়েছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করার পূর্বে স্পিকার ন্যান্সি পেলোসি ক্যাপিটলের নিরাপত্তা দেয়া সৈন্যদের উদ্দেশ্যে ধন্যবাদ বক্তৃতা দেন। অভিষেক পর্যন্ত ওয়াশিংটন ডিসি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, শতশত পুলিশ অফিসার মোতায়েন করাসহ পুরো এলাকাকে ৮ ফুট উচুঁ স্টিলের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার থেকে সিক্রেট সার্ভিস অভিষেকের নিরাপত্তা প্রস্তুতিতে বহাল থাকবে। ওয়াশিংটনে প্রবেশের সড়কগুলোর পথ বন্ধ করে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।