মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের সহিংস হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ও কামান্ডার ইন চীফ হিসাবে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানিয়ে এবার খোলা চিঠি দিয়েছে মার্কিন সেনাবাহিনী। গতকাল সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এই চিঠি প্রকাশ করা হয়।
চিঠিতে মার্কিন জনগণ ও সংবিধান রক্ষায় সেনাবাহিনীর দায়বদ্ধতা উল্লেখ করে বলা হয়, ‘সেনাবাহিনী জনগণের দ্বারা নির্বাচিত নেতার যে কোন আইনসঙ্গত নির্দেশ পালন করবে, মানুষের জীবন ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদেরকে সমর্থন করবে এবং ঘরের কিংবা বাইরের যে কোন শত্রুর হাত থেকে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষায় দায়বদ্ধ থাকবে।’ ক্যাপিটাল হিলে হামলা ও তার পেছনে উস্কানি দেয়ায় নাম না করেই ট্রাম্পের নিন্দা জানিয়ে চিঠিতে বলা হয়, ‘২০২১ সালের ৬ জানুয়ারির ওই বিক্ষোভ ছিল মার্কিন কংগ্রেস ও সাংবিধানিক প্রক্রিয়ার উপরে সরাসরি হামলা।
সেখানে আরও বলা হয়, ক্যাপিটাল হিলের ভেতরে যে তান্ডব চালানো হয়েছে তা আইন বিরোধী। বাকস্বাধীনতা ও সমাবেশের অধিকার কাউকে সহিংসতা, অশান্তি ও এ ধরণের ঘটনায় উস্কানি দেয়ার অনুমতি দেয় না।’ জো বাইডেনকেও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বাগত জানিয়ে চিঠিতে বলা হয়, ‘বাইডেনকে নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে নিশ্চিত করেছে আদালত ও রাজ্যগুলো। তা সত্যায়ন করেছে কংগ্রেস। সংবিধান অনুযায়ী তিনি আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন এবং আমাদের ৪৬তম কামান্ডার ইন চীফ হবেন।’ সবশেষে চিঠিতে সেনা সদস্যদের সংবিধান রক্ষার এই মিশনে সতর্ক ও প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়। ‘দ্যা জয়েন্ট চীফ অব স্টাফ’ লেটারহেডে লেখা চিঠিতে সাক্ষর করেন, ইউএস আর্মির প্রধান ও দ্যা জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি, এয়ার ফোর্সের প্রধান ও জয়েন্ট চীফ অব স্টাফের ভাইস চেয়ারম্যান জেনারেল জন হাইটেন, চীফ অব স্টাফ জেনারেল জেমস ম্যাকনভিল, মেরিন কর্পসের কমান্ডার ডেভিড বার্জারহ অন্যান্য শাখার শীর্ষ কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।