Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পলিথিন পেঁচিয়ে গাছে বেঁধে শাস্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্যাটুর বিল দিতে না পারার অভিযোগ তুলে এক তরুণকে বিবস্ত্র করে পলিথিন পেঁচিয়ে গাছে বেঁধে শাস্তি দেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে। মৌসুমে ভিয়েতনামজুড়ে পড়ছে কনকনে ঠাণ্ডা। গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাই বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো কোনোভাবেই স্বাভাবিক না। এমন ঠাণ্ডার মধ্যে পলিথিনে মুড়ে গাছে বেঁধে রাখার পর সমালোচনা শুরু হয় দেশটিতে। ওই তরুণের গায়ে জড়ানো পলিথিনের ওপরে লেখা ছিল ‘ট্যাটুর বিল দেয়া আমার অপছন্দ’। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ট্যাটু পার্লারটির মালিক ওই তরুণকে বেঁধে রাখার ঘটনার ব্যাখ্যায় তিনি জানান, ট্যাটু করানোর পর আংশিক বিল দিয়ে চলে গিয়েছিলেন ওই তরুণ। তারপর আর কখনও তিনি ফিরে আসেননি। এরপর তাকে খুঁজে এনে ‘শিক্ষা দিতে’ লোক ভাড়া করে দোকান মালিক। টাকা না দেয়ার কারণে পলিথিনে মুড়ে ‘শাস্তি’ হিসেবে গাছে বেঁধে রাখা হয়। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাস্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ