রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের সরিষাবাড়ীতে সৌদিআরব ফেরত যুবক মিজানুর রহমান আব্দুল্লাহ (২৫) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সহস্রাধিক এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু তাহের, নিহত আব্দুল্লাহর বাবা আমজাদ হোসেন, মা মেহেরুন বেগম, ইউপি সদস্য আফজাল হোসেন, স্থানীয় আব্দুল মোতালেব চান প্রমুখ।
বক্তারা জানান, চর নান্দিনা গ্রামের আমজাদ আলীর একমাত্র ছেলে মিজানুর রহমান আব্দুল্লাহ ২২ ফেব্রুয়ারি নিখোঁজ হন। ২৫ ফেব্রুয়ারি বাড়ির পাশের ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে। আব্দুল্লাহ্ সৌদি থাকা অবস্থায় একই গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী কল্পনা বেগম তার কাছ থেকে টাকা হাওলাত নেয়। দেশে ফিরে সে টাকা ফেরত চাইলে কল্পনা তাকে নানা হুমকি দেয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় থানায় মামলা হলেও রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সব আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।