Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযুক্তের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনা : গ্রেফতার ৩, ক্লাস বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতরে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর গোসলের দৃশ্য ভাইরালের ঘটনা তদন্তে নেমে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ভিডিও তৈরি ও তা নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হলো। এই ঘটনায় একজন ছাত্রী, ওই ছাত্রীর ২৩ বছর বয়সি প্রেমিক এবং ৩১ বছর বয়সি অন্য এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার আনন্দবাজার জানায়, ভিডিও ঘটনায় জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের দুই ওয়ার্ডেনকেও বরখাস্ত করা হয়েছে। সব হোস্টেলের ওয়ার্ডেনদের বদলি করা হচ্ছে এবং হোস্টেলের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে বলেও জানা গেছে। পাশাপাশি, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে। সব অভিযুক্তের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের লাগাতার প্রতিবাদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, রোববার রাত দেড়টা পর্যন্ত কর্তৃপক্ষ সব দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীরা আপাতত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, প্রায় ৬০ জন ছাত্রীর গোছলের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে যায়। লজ্জা-অপমানে ৮ জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন হোস্টেলে। শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযুক্তের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ