বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সদ্য কারামুক্ত রাশেদুল ইসলাম রাশেদের বসত বাড়ীর ভিতর রাতের অন্ধকারে সিএনজি পরিবহনে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে রামেশ্বরপুরের পাঁচকাতুলী (নয়াপাড়া) গ্রামে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মোজাহার আলীর পুত্র ছাত্রদল নেতা সিএনজি চালক রাশেদুল সারা দিন ভাড়া চালিয়ে রাতে বসতবাড়ী সামনে সিএনজি ত্রিপল দিয়ে ঢেকে রেখে ঘুমিয়ে পড়ে। ঔইদিন রাত আনুমানিক ১১টা ৫০মিনিটে সময় তার সিএনজি পরিবহনে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। এরপর আগুনের লেলিহান শিখার শব্দ শুনে রাশেদুল চিৎকার করলে গ্রামবাসী এসে আগুন নিভাইতে সক্ষম হয়। রাশেদুলের ধারনা ঔইদিন রাত্রিতে কে বা কাহারা প্রতিহিংসা বশত উক্ত স্থানে তাহার সিএনজিতে আগুন লাগিয়ে দেয়। এতে করে তার প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গাবতলী মডেল থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।