বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় বিদেশি পিস্তসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার সময় পুঠিয়া সদর ইউনিয়নের খলিফা পাড়া থেকে র্যাব-৫ রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, নাটোর জেলার সদর থানার চকরামপুর এলাকার আবু জাফরের ছেলে আব্দুস সমাদ ওরফে সুজন (২৮) ও একই এলাকার হাফিজুর রহমানের ছেলে তৌহিদুর রহমান ওরফে তানভীর (২৬)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজি, দুই রাউন্ড গুলি এবং তিন বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত্রি আড়াইটার সময় তাদেরকে পুঠিয়া থানায় অস্ত্র আইনে আটক দেখিয়ে সোপর্দ করা হয়।
এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খালেদ হোসেন জানান, আটকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।