Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

করোনাময় পরিবেশেই বিলাসবহুল ঘড়ির বাজার চাঙ্গা জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১:০৫ পিএম

বিশ্বব্যাপি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে দেশে দেশে সাধারণ মানুষের জীবন-জীবিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি দৈনন্দিন চাহিদা পূরণেও অনেকে হাপিয়ে উঠেছে। কিন্তু এমন দুর্বিষহ সময়েও জাপানের ডিপার্টমেন্ট স্টোর এবং অন্য রিটেইলাররা বিলাসবহুল ঘড়ি এবং চিত্রকর্মের দারুণ বিক্রি দেখেছে। - খবর মাইনিচি

মহামারী দ্বারা সৃষ্ট মন্দা সত্ত্বেও কিছু দোকানে ১০ মিলিয়ন ইয়েন বা ৯৬ হাজার ডলারের বেশি দামের ঘড়ি বিক্রি হয়েছে। শীর্ষস্থানীয় ঘড়ি বিক্রেতা ও জুয়েলারি ওয়াচ রিটেইলার জেম ক্যাসেল ইউকিযাকির সভাপতি মাসাকাযু ইউকিযাকি বলেন, আগের চেয়ে অনেক বেশি গ্রাহক এখন বিলাসবহুল ঘড়ি কিনছেন। এমনকি ২০২০ সালে ডিসেম্বরের শেষ দিকে যখন ক্রিসমাস মৌসুম চলছিল তখন ফুকওকা অঞ্চলের জেম ক্যাসেলের একটি বিক্রয়কেন্দ্রে গ্রাহকদের ব্যাপক ভিড় দেখা গিয়েছিল। তিনি আরও বলেন বিলাসবহুল পণ্যে ব্যয় করা এখন শুধু অতি ধনীদের মধ্যেই সীমিত নয়। এখন চাকরিজীবীরাও দামি ঘড়ি কিনছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ