বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে নারী ব্যাংক কর্মকর্তা এবং এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পাঁচলাইশ থানার মুরাদপুরে নিজ বাসা থেকে কামরুন নাহার (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, এনআরবি গেøাবাল ব্যাংকে কর্মরত কামরুন ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়ায়। তিনি হাটহাজারীর ইছাপুর এলাকার লায়লা সেন্টারের এনআরবি গেøাবাল ব্যাংকের অফিসার। প্রতিবেশীরা জানান, সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। পুলিশ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তে বের হয়ে আসবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
এদিকে বন্দর থানার সল্টগোলা মিস্ত্রি পুকুর থেকে রিকশাচালক মোহাম্মদ কবিরের (৪৯) লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। গতকাল সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের ডুবুরি দল লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, সোমবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন কবির। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। ওই এলাকার গ্যারেজ থেকে রিকশা নিয়ে চালাতেন তিনি। তার বাসাও স্টলগোলা এলাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।