Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

টুইটার নিয়ে উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলার ম্যার্কেলের সম্পর্ক খুব একটা ভালো নয়। তারপরেও ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জার্মান চ্যান্সেলার ম্যার্কেল চিন্তিত। তার উদ্বেগ, মুক্ত চিন্তার অধিকার নিয়ে।

গত চার বছরে একাধিকবার ট্রাম্প ও ম্যার্কেলের মতবিরোধ সামনে এসেছে। ক্যাপিটলের ঘটনায় পাঁচ জনের মৃত্যুর পরই টুইটার ও ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তাদের যুক্তি ছিল, ট্রাম্পের টুইটের ফলে আরো সহিংস ঘটনা ঘটতে পারে। এর ফলে চিন্তা বেড়েছে জার্মান চ্যান্সেলারের। তার মুখপাত্র জানিয়েছেন, চ্যান্সেলার মনে করেন, বিষয়টি নিয়ে সমস্যা আছে। কারণ, মত প্রকাশের স্বাধীনতাও খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যান্সেলারের মনে হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার বিষয়টি উদ্বেগের। মুখপাত্র জানিয়েছেন, ম্যার্কেল মানেন যে, ট্রাম্পের অনেক টুইট ঠিক নয়। তা সত্তে¡ও মত প্রকাশের অধিকার নিয়ে কোনো বেসরকারি সংস্থা সিদ্ধান্ত নিতে পারে না, সরকারই আইন মেনে সিদ্ধান্ত নিতে পারে। জার্মানি এবং অন্য ইউরোপীয় দেশগুলি সামাজিক মাধ্যমে জনপ্রিয় মিডিয়া সংস্থার ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে চিন্তিত। সূত্র : ডিপিএ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ