Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলের পৃষ্ঠপোষক কে-স্পোর্টস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ৮:২২ পিএম

বুধবার থেকে শুরু হওয়া ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পৃষ্ঠপোষক হয়েছে কে-স্পোর্টস। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেন, ‘লিগের পৃষ্ঠপোষক হতে সম্মতি দিয়েছে কে-স্পোর্টস। তাই খুব শিগগিরই আমরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবো।’

এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছিল এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। বিপিএলের পৃষ্ঠপোষক পেতে যখন বাফুফে হাপিত্যেস করছিল, ঠিক তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দিল কে-স্পোর্টস। তবে এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই বাফুফের পাশে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ