Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে তান্ডবের নিন্দা জানালেন মেলানিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তান্ডবের প্রায় এক সপ্তাহের মাথায় প্রতিক্রিয়া জানালেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে মার্কিন ফার্স্টলেডি ওই তান্ডবের নিন্দা জানিয়ে বলেছেন, সহিংসতা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের চামড়ার রং কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতাকে ব্যবহার করে সহিংসতা ঘটানো থেকে বিরত থাকার আহবান জানান তিনি। ৬ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তান্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাপিটলে তান্ডবের ঘটনায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলই নিন্দা জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেন, ‘কোনও বিভ্রান্তিতে থাকবেন না, আমাদের দেশের ক্যাপিটলে যে সহিংসতা ঘটেছে আমি চরমভাবে তার নিন্দা জানাচ্ছি।’ সভ্য উপায়ে যুক্তরাষ্ট্রকে এই ক্ষত কাটিয়ে উঠতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এনডিটিভি।

 



 

Show all comments
  • মিজান ১৩ জানুয়ারি, ২০২১, ১০:৫২ এএম says : 0
    ছবি পালটানো জরুরী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ