বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের নিকলীতে চুরির মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক এসআইসহ তিনজন ছুরিকাহত হয়েছেন। তারা হলেন এসআই মঞ্জুরুল ইসলাম (৪০), বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে কাইয়ুম (২০) ও একই এলাকার আব্দুল হাসিমের ছেলে দেলোয়ার (১৮)।
আহত এসআই মঞ্জুরুল ইসলাম ও কাইয়ুমকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসআই মঞ্জুরুল ইসলামসহ পুলিশের একটি দল চুরির মামলার আসামি শাওনকে ধরতে দরগাহাটি গ্রামে যায়। শাওনকে ধরার পর শাওনসহ তার বাবা ও মা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে শাওন এসআই মঞ্জুরুল ইসলামকে ছুরিকাঘাত করে। এ সময় রাস্তার কাজে নিয়োজিত থাকা কাইয়ুম ও দেলোয়ার এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে শাওন।
আহত এসআই মঞ্জুরুল ইসলাম ও কাইয়ুমকে রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে শাওন (২২), তার বাবা শাহাবুদ্দিন ও মা শামসুন্নাহারকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।