Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইলিয়াম বার্নসকে সিআইএ পরিচালক হিসেবে নিয়োগ দেবেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১:৩৭ পিএম

সিআইএ পরিচালক হিসেবে উইলিয়াম বার্নসকে বেছে নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।বাইডেন শপথ গ্রহণ করার পর সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিবদ উইলিয়াম বিল বার্নস সিআইএ’র পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আলোচক ছিলেন বার্নস। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংকট সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। -মিডিল ইস্ট মনিটর
রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের পাঁচজন প্রেসিডেন্ট ও ১০ জন পররাষ্ট্রমন্ত্রীর অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণকারী ভূমিকা পালন করেছেন উইলিয়াম বার্নস। ছিলেন রাশিয়া ও জর্দানে মার্কিন রাষ্ট্রদূত। আরবি ও রুশ ভাষাও জানেন তিনি। ট্রাম্পের পররাষ্ট্রনীতির ঘোর বিরোধী বার্নস। ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার ব্যাপারে বিরোধিতা ছাড়াও জেনারেল সোলাইমানিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছিলেন বার্নস। মার্কিন সিনেট সিআইএ’র প্রধান হিসেবে বার্নসকে নিয়োগে অনুমোদন দিলে তিনি জিনা হ্যাস্পেলের স্থলাভিষিক্ত হবেন। ২০১৮ সালের মার্চে সিআইএ’র প্রথম নারী পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন হ্যাস্পেল।

এছাড়া চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নিরসনে বার্নস একটি সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। বছর পাঁচেক কার্নেগি এনডোওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’এর প্রধান ছিলেন। বাইডেন বলেছেন বার্নস মার্কিন নাগরিকদের নিরাপদ রাখতে ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ভূমিকা রাখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ