Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জো বাইডেনের অভিষেকে থাকবেন ইভানকা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১:২১ পিএম

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে থাকবেন ইভানকা আর ট্রাম্প বললেন, ‘ এটি খুব খারাপ সিদ্ধান্ত’। হ্যাঁ, বাবা ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আগামী ২০ জানুয়ারি নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কন্যা ইভানকা ট্রাম্প। এর আগে ইভানকা ক্যাপিটল হিলে সহিংসতার দিন বাবা ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল ছাড়ার আহ্বান জানান। টুইট পোস্টে তিনি বলেন, সহিংসতাকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের উচিত শান্তি বজায় রাখা। -ডেইলি মেইল
হোয়াইট হাউসের অভ্যন্তরীণ এক সূত্র জানায়, ‘ইভানকার রাজনৈতিক উচ্ছাভিলাষ রয়েছে। তাই তার রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকিতে পড়া নিয়ে সে খুব উদ্বিগ্ন, নিজের সম্মান রক্ষায় সে যে কোনো কিছু করতে প্রস্তুত। ইভানকা মনে করছেন, বাইডেনের অভিষেকে অংশ নিলে তার ব্যক্তিত্বের বিষয়টি দৃঢ় হবে এবং তিনি ভবিষ্যতের জন্য অনেক সমর্থন আদায় করবেন। ইভানকার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘এটি তার নেয়া সবচেয়ে খারাপ সিদ্ধান্ত।’ হোয়াইট হাউসের আরেকটি সূত্র ইভানকার অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার খবরটি প্রত্যাখ্যান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ