মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের শিকাগোতে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩৫ জন হতাহত হয়েছে। এর মধ্যে ৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। চারঘণ্টা ধরে শহরের দুই এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। স্থানীয় সময় রোববার মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় ওই হামলায় চালানো হয়। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্তে তান্ডব শুরু করে এক বন্দুকধারী। আচমকাই শহরের একাধিক এলাকায় গুলি চালাতে থাকেন তিনি। বিভিন্ন বয়স, পেশার মানুষজনকে আক্রমণ করেন। হামলাকারীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। প্রথমে শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালান নাইটেঙ্গেল নামে ওই ব্যক্তি। তার ছোঁড়া গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়। পুলিশ জানায়, পার্কিং লটে নিজের গাড়িতে বসে ওই ছাত্রকে গুলি করলে সেখানেই তার মৃত্যু হয়। এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন ওই হামলাকারী। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করে এবং এক বৃদ্ধাকে লক্ষ করে গুলি ছুড়লে তার ঘাড়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে আনার পর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে এক পরিচিত ব্যক্তির গাড়ি চুরি করে হামলাকারী পালানোর সময় এক নাবালিকা রেস্তরাঁর কর্মীকে গুলি করেন ওই ব্যক্তি। গাড়ি নিয়ে পালিয়ে শিকাগো সীমান্তে চলে আসেন ওই হামলাকারী। সেখানেও গুলি ছোঁড়েন তিনি। এ সময় এক নারী ও এক শিশু আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে আঘাত পেয়ে কয়েকজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে আছেন। এদিকে একের পর এক হামলার খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় শিকাগো পুলিশ। সীমান্তের একটি পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় অজ্ঞাত ওই হামলাকারীর। শিকাগো পুলিশ জানায়, বন্দুকধারী নাইটেঙ্গেল কেন হামলা চালিয়েছে, সেই কারণ এখনও অজানা। ইতোমধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। গ্লোবাল নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।