মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) এর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিতে উইলিয়াম জে. বার্নসকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার সন্ধ্যায় এ খবর প্রকাশ করেছে।
বার্নসকে সিআইএ পরিচালক হিসেবে বেছে নিয়ে বাইডেন বলেছেন, তিনি আমাদের পরবর্তী সিআইএ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমেরিকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। তিনি খুবই অসাধারণ কূটনৈতিক। আমাদের দেশকে নিরাপদ রাখতে বিশ্ব মঞ্চে দীর্ঘ সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। আমার মতো তিনিও বিশ্বাস করেন গোয়েন্দা বিভাগ হবে রাজনৈতিক প্রভাবমুক্ত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান থেকে শুরু করে বারাক ওবামার আমল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে দায়িত্ব পালন করেছেন উইলিয়াম জে. বার্নস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।