Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান

ভোজ্য তেলে মূল্য টেম্পারিং করায় ৪ প্রতিষ্ঠানের ৪১ হাজার টাকা আদায়

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৬:১৪ পিএম

নীলফামারীর সৈয়দপুরে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের চারটি খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয়ের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযান চলাকালে বিভিন্ন কোম্পানির ভোজ্য তেলের বোতলের গায়ে মূল্য টেম্পারিং করায় এবং মূল্য তালিকা না থাকায় শহীদ ডা. জিকরুল হক সড়কের উজ্জল স্টোরের উজ্জল কুমারের ২০ হাজার, হাজী এন্ড সন্সের মো. মমতাজ তাজুর ৩ হাজার, মো. রেজা হোসেনের ৩ হাজার ও রাকেশ কুমারের ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।


এ অভিযানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সৈয়দপুর পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেনসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে র‌্যাব- ১৩, সিপিসি ক্যাম্প-২ নীলফামারী ক্যাম্পের সহযোগিতা করে। ওই অভিযান পরিচালনা করেন পরে শহরের শহীদ জহুরুল হক সড়কে অভিযানিক দলটি পৌছলে সেখানকার অনেক প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ে ব্যবসায়ীরা। তবে ওই সড়কে মাংসের দোকানে ও হোটেলে অভিযান চালানো হয়। এ সময় মাংসের দোকানে মূল্য তালিকা টাঙ্গানো এবং সুস্থ পশু জবাই করা হয়েছে তা প্রমাণের জন্য প্রত্যয়ন পত্র প্রদর্শনসহ হোটেলে ভেজাল খাদ্য বিক্রয় না করার নির্দেশনা দেয়া হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেজাল বিরোধী অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ