Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত, ২২ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:৩৭ পিএম

মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

ক্রেতা সেজে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে মঙ্গলবার ২২ মণ মেয়াদোর্ত্তীণ খেজুর জব্দ করেছে। এসময় আদালত তিনটি দোকান মালিক থেকে আইন লঙ্ঘনের অপরাধে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

চকরিয়া পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ওই দোকান থেকে ২২ মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়।

তিনি বলেন, এছাড়াও মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর কারনে একটি দোকানকে ১০ হাজার টাকা এবং ফুটপাত দখল করায় বিভিন্ন দোকান বসানোর কারণে অপর দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়। রমজানমাস জুড়ে এধরনের অভিযান অব্যাহত থাকবে জানান ইউএনও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেজাল বিরোধী অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ