Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ভেজাল গুড় কারখানার মালিককে জরিমানা

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৫:১৩ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলায় ভেজাল গুড় কারখানার মালিক আব্দুল করিমকে ৪০হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর হাইড্রোজ ও চিটাগুড় জব্দ করে ধংস করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, গুপিরপাড়া গ্রামের আব্দুল করিমের গুড় তৈরির কারখানায় আখের রসের পরিবর্তে চিনি, ময়দা, হাইড্রোজ ও চিটাগুড় দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ক্ষতিকর হাইড্রোজ ও চিটাগুড় জব্দ করে কারখানার মালিক আব্দুল করিমকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেজাল বিরোধী অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ