Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও আমি নির্বাচন সুষ্ঠ করব -আবদুল কাদের মির্জা

নোয়াখালী ব্যুরো ও কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৫:৩০ পিএম

বসুরহাট পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, আমার জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও আমি নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করব। আমি যতদিন বেঁচে থাকব অন্যায়, দুর্ণীতি, অনিয়ম ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি এ প্রতিশ্রæতি নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার কাছে নির্বাচন বড় কথা নয়, প্রতিজ্ঞা বড় কথা, আমি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করেছি।

সোমবার বসুরহাট পৌরসভায় কয়েকটি নির্বাচনী সমাবেশে আবদুল কাদেও মির্জা বক্তব্য রাখেন।

তিনি বলেন, আজ সকালে অন্য এক উপজেলার পৌরসভা থেকে বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করে বলেন, আমাকে ঘর থেকে নির্বাচন করার জন্য বের হতে দিচ্ছে না, আপনাকে ধন্যবাদ, আপনার এলাকায় বিএনপি ও জামায়াত প্রার্থী সুন্দরভাবে নির্বাচন করছে। আমার কিছু কিছু কাউন্সিলর প্রার্থী প্রতিপক্ষ প্রার্থীদের ধমকাচ্ছে, আমি আমার কাউন্সিলর প্রার্থীদেরকে বলতে চাই, ধমকানি বন্ধ করুন, ভোট ডাকাতি বন্ধ করুন, অনিয়ম বন্ধ করুন, এ নির্বাচনে এগুলোর কোন সুযোগ নেই। আমাদের এলাকার কৃতি সন্তান শাহাদাত হোসেন চৌধুরী নির্বাচন কমিশনার। তিনি অত্যন্ত ভাল মানুষ, তিনি ১২ তারিখে কোম্পানীগঞ্জে আসার কথা কিন্তু অদৃশ্য শক্তির কারণে তিনি আসতেছেন না। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন বসুরহাটে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে যা যা করার দরকার সবকিছুই তিনি করবেন।

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের সকল ব্যবসায়ী সমবায় লিঃ এর এবং ব্যবসায়ীদের বসুরহাট রূপালী চত্বরে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি বাবু অরবিন্দ ভৌমিক, এলিন গ্রæপের পরিচালক ও শিল্পপতি গোলাম শরিফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নুর হোসেন ফরহাদ, বসুরহাট দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুলতান নাছির উদ্দিন মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা বণিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ