Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা উপভোগ করছেন ইলন মাস্কের বান্ধবী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৪:২১ পিএম

করোনাভাইরাস নিয়ে সবাই যেখানে আতঙ্কিত, সেখানে এই ভাইরাসে আক্রান্ত হওয়াটা বেশ উপভোগ করছেন বলে জানালেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের গার্লফ্রেন্ড কানাডীয় পপ গায়িকা গ্রাইমস। রোববার কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন গ্রাইমস। তার সেই অভিজ্ঞতাকে শেয়ার করতে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি উপভোগ করছেন বলে জানান।

গ্রাইমস লেখেন, ‘অবশেষে কোভিডে আক্রান্ত হয়েছি। ২০২১-এ কোভিডের এই উপসর্গকে বেশ উপভোগ করছি।’ সম্প্রতি এক সন্তানের জন্ম দিয়েছেন গ্রাইমস। নিজের আক্রান্ত হওয়ার খবর জানালেও, তাঁর সন্তান এবং ইলনের কোভিড হয়েছে কি না সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। গত সপ্তাহেই ‘মিস অ্যানথ্রোপোসিন’ নামে তার গানের একটি নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। গ্রাইমসের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অগণিত অনুরাগী তার সুস্থতা কামনা করেছেন। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বৈদুত্যিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক। কোভিড পরীক্ষা নিয়ে মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। কোভিড পরীক্ষার বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেন। কোভিড নিয়ে তার উদাসীন মনোভাবের জন্যও সমালোচনার মুখে পড়তে হয় ইলনকে। শুধু তাই নয়, ভ্যাকসিন বের হলেও তা নেবেন না বলেও জানিয়েছিলেন তিনি। সূত্র: ফ্রি প্রেস জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বান্ধবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ