Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীবাদী লেখিকার মেয়েকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্ট্যাটাস ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ২:৫৬ পিএম

সাম্যবাদী ও নারীবাদী লেখিকা হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া প্রবাসী ইভানা শামসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া কুরুচিপূর্ণ একটি পোস্ট ভাইরাল হয়েছে। অবাধ ও লাগামহীন যৌনাচারের পক্ষে তার দেয়া এই স্ট্যাটাসের ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। পোস্টটি দেয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।

রোববার নিজের মেয়ের সাথে তোলা ছবি শেয়ার করে কুরুচিপূর্ণ ওই পোস্টটি দেন ইভানা শামস। বিকৃত ও জাহেলিপূর্ণ মনমানসিকতায় পরিপূর্ণ স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো--

"আমার মেয়ে (14) বিয়ের আগে সেক্স করলে আমি কষ্ট পাবো না। তবে ১৮ হওয়ার আগে করলে কষ্ট পাবো। আঠেরোর পর আমি চাইবো শুধুমাত্র/একমাত্র ভালোবাসার মানুষের সাথে সেক্স করুক, এবং এঞ্জয় করুক অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসাবে এবং দুজনে লয়াল থাকুক (যদিও ডিসিশন তার, আমি শুধু অ্যাডভাইস দিতে পারি)।

এভাবে, আলটিমেটলি হাসব্যান্ড হওয়ার মতো কাউকে না পাওয়া পর্যন্ত সে যদি আরও ছেলে ট্রাই করে, কোনো অসুবিধা নাই। ভুল মানুষের সাথে থাকার চেয়ে, কিছু ট্রাই করে পছন্দের মানুষ পাওয়া জরুরি। যে ছেলে ইনট্যাক্ট হাইমেন খুঁজে সেই ছোটলোক আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য না।

আমার চোখে এটাই ন্যায়, এটাই মানবিক, এটাই সৎ চরিত্র, এটাই স্রষ্টার তৈরী শরীরের প্রতি সম্মান..."

স্ট্যাটাসটিতে ২০ ঘণ্টায় ২৭ হাজার রিয়্যাকশন এসেছে। এতে হাহা প্রতিক্রিয়া জানিয়েছেন ১৮৭০০জন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৪৫৪ জন এবং লাভ পড়েছে মাত্র ২০৪৫টি। স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ৪৩০০ বার।

ইভানা শামসের স্ট্যাটাস নিয়ে ফাতিমা রুমি লিখেছেন, ‘‘আমি যদি ইভানা শামস আপু টাইপ উদারমনা, আল্ট্রা মডার্ণ মম হই এবং আমার যদি আপুর মতো ১৪ বছর বয়সী একটা মেয়ে থাকে সেক্ষেত্রে আর ৪/৫ বছর পরই নানী হয়ে যাবার সমূহ সম্ভাবনা আমার। কিন্তু আফসোস আমার নাতি বা নাতনির কোন নির্দিষ্ট পিতা থাকবে না। পিতা খুঁজতে হলে আমাকে DNA টেস্ট টাইপ ঝামেলায় যেতে হবে, তখন আমাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে এবং সেইসাথে মেয়ের ১৮ বছর হয়ে গেলে আমার মেয়ের পিছনে লেখাপড়া, এবং অন্যান্য খরচ এর পাশাপাশি কনডম বা জন্ম নিয়ন্ত্রণ পিল কেনা বাবদ প্রচুর খরচা করতে হবে,তার উপর ঘন ঘন অ্যাবরসান করার মতো বাড়তি ঝামেলার ভয় তো আছেই।সুন্দরভাবে, ঝুঁকিমুক্তভাবে মেয়ে যেন সেক্স লাইফ এনজয় করতে পারে তার জন্য আবার ভালো সেক্স টিচার রাখা। ব্যাপক খরচাপাতির ব্যাপার। ব্যাপক চিন্তায় পড়ে গেলাম আপু। এইডস হবার টেনশনটা না হয় বাদই দিলাম, সেই চিন্তা মাথায় নিলে তো আমার সব চুল পেঁকেই যাবে। একে তো অল্প বয়সে নানি হবো তার উপর অল্প বয়সে যদি সব চুল পাঁকিয়ে ফেলি তাহলে তো আমার নিজের সেক্স লাইফই গোল্লায় যাবে, আমার সেক্স পার্টনাররা আমাকে বুড়ি বলে দৌড়ে পালাবে। চিন্তায় পড়ে গেলুম আপু।’’

চহুতি আরাবি শাহিদা লিখেছেন, ‘‘স্রষ্টার তৈরি শরীরের প্রতি সম্মান জানানোর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো হেলথি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং রুটিনসম্মত জীবন যাপন করতে হবে। আর মেডিকেল সাইন্সের পুরো সুবিধা নিতে হলে নিয়মিত ডাক্তারের কাছে যেয়ে ফুল চেকাপ করতে হবে। স্রষ্টার তৈরী শরীরের প্রতি সম্মানের জন্য এক বা একাধিক ব্যাক্তির সাথে সেক্স করতে হবে এইটা প্রথম শুনলাম এবং এতো বোকার মতন কথা উন্নত দেশে বসবাসরত কোনো মানুষের মুখে এর আগে কখনো শুনিনাই।...’’

 



 

Show all comments
  • Jack+Ali ১১ জানুয়ারি, ২০২১, ৪:০৯ পিএম says : 0
    Surely Allah enjoins justice, kindness and the doing of good, to kith and kin; and He forbids all that is shameful, indecent, evil, rebellious and oppressive.” InnaAllah Yamuru bil adel, wal ehsane, wa itae zil qurba; wa yanha anil fuhshae, wal munkari walbaghi; yaizukhum lallakum tazakkaroon. (Quran 16:90) Those who Propagate Shameful things among the Believers “Verily those who love that indecency should spread among the believers deserve a painful chastisement in the world and in the Hereafter. Allah knows, but you do not know.” Quran 24:19 Restrain Your Gaze & Guard Your Private Parts “Enjoin believing men to restrain their gaze and guard their private parts. That is purer for them. Surely Allah is well aware of all what they do. And enjoin believing women to restrain their gaze and guard their private parts and additionally not to reveal their adornment except that which is revealed of itself.” Quran 24:30-31
    Total Reply(0) Reply
  • MD.BORATUZZAMAN ১১ জানুয়ারি, ২০২১, ৪:২৯ পিএম says : 0
    Allhar Bedhan mene Bear por sex koron
    Total Reply(0) Reply
  • Md.Altaf+Hossain ১৩ জানুয়ারি, ২০২১, ৮:৩৪ এএম says : 0
    মেয়াদ উর্ত্তীন গাজা খাইলেই শুধুমাত্র এই কথা বলতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ