মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ১৩ লাখ সেনা সদস্যের অর্ধেকের বেশিই তীব্র মানসিক চাপে ভুগছে। প্রতিবছর সীমান্তে শত্রæদের বিরুদ্ধে কিংবা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সে সংখ্যক সেনা নিহত হয় তারচেয়ে বেশি সংখ্যক সেনা আত্মহত্যা, নিজেদের মধ্যে বিবাদে হত্যা ও অপ্রীতিকর ঘটনায় মারা যাচ্ছে। ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউশন অব ইন্ডিয়া নামের একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। গবেষণাটি পরিচালনা করেছেন কর্নেল এ কে মর। এতে বলা হয়েছে, গত দুই দশক ধরে অভিযান ও অভিযানবিহীন চাপের কারণে সেনাবাহিনীর মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় মানসিক চাপ বেড়েছে। সেনা সদস্যদের দীর্ঘদিন সম্মিলিতভাবে থাকার পরিবেশ চাপের মাত্রা বাড়ার উল্লেখযোগ্য উপাদান। পেশাগত কারণে অভিযানম‚লক চাপ ভালোভাবে সামাল দেওয়া যায়। কিন্তু অভিযানবিহীন চাপ সেনাদের স্বাস্থ্য ও লড়াই সক্ষমতার ওপর বিপরীতি প্রতিক্রিয়া ফেলে এবং সংশ্লিষ্ট ইউনিটের ওপরও এর প্রভাব থাকে। সেনাবাহিনী অবশ্য এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, জরিপের আকার অনেক ক্ষুদ্র। এক কর্মকর্তা বলেছেন, ‘একজন মাত্র ব্যক্তি এই জরিপ চালিয়েছেন এবং জরিপে অংশগ্রহণকারী সেনার সংখ্যা মাত্র ৪০০। কোন প্রক্রিয়া অনুসরণ করে এটি করা হয়েছে তা আমি জানি না। কিন্তু এটি যুক্তির সঙ্গে যায় না।’ অবশ্য ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রতি বছর প্রায় ১০০ সেনা তাদের জীবননাশের চরম পদক্ষেপ নেয়। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৯৫০ জনেরও বেশি সেনা আত্মহত্যা করেছে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।