Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:৫১ পিএম

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা করছেন কেউ কেউ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ একেবারেই দ্বারপ্রান্তে পৌছে গেছে। ২০ জানুয়ারি অভিষিক্ত হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলার আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। -ওয়াশিংটন পোস্ট, রয়টার্স
বিশ্লেষণে তারা বলছে, ট্রাম্প সমর্থকরা এখনো অনলাইনে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্যাপিটল হিলে হামলার পর থেকে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী ভাবতে শুরু করেছে ট্রাম্পের কট্টর সমর্থকবরা। জোরালো হচ্ছে তাদের সহিংসতার আহ্বান। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরদের নজিরবিহীন তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন। যার ফলে হামলার আশঙ্কা আরও স্পষ্ট হয়ে ওঠছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ