Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ রিপাবলিকান নেতারা বললেন, অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১১:৪২ এএম

শীর্ষ রিপাবলিকান নেতারা বললেন, অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেট দলের আনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব দ্রুত সমর্থন আদায় করে নেয়। স্থানীয় সময় সোমবার কংগ্রেসের প্রায় ১৮০জন সদস্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রেসিডেন্টকে অভিশংসনের ২৫তম ধারা আনতে যাচ্ছেন বলে জানা গিয়েছে। হাউস ছাড়াও সিনেটের কিছু রিপাবলিকান সদস্য এবং দলটির প্রভাবশালী কয়েকজন নেতা ডেমোক্রেটদের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। -এপি, সিএনএন
অভিশংসিত হলে ট্রাম্প আজীবনের জন্য প্রেসিডেন্সির জন্য অযোগ্য বিবেচিত হবেন। ট্রাম্প যেনো পুনরায় ২০২৪ সালে প্রার্থীতায় আসতে না পারেন তা নিশ্চিত করতে রিপাবলিকান কিছু নেতা অভিশংসনকে সমর্থন দিচ্ছেন। পেনসেলভেনিয়ার সিনেটর প্যাট টমি বলেন, ‘আমি মনে করি ট্রাম্প অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, আমি তাকে দূর করতে চাই। কারণ, তিনি ইতোমধ্যে যথেষ্ঠ ক্ষতি করেছেন। ইলিনয়ের রিপাবলিখান অ্যাডাম কিলিঞ্জার বলেন, আমি অবশ্যই সংবিধানের ২৫তম ধারাকে সমর্থন দেবো।’ নেব্রাস্কার সিনেটর বেন সেসি বলেন, ‘আমি প্রেসিডেন্টের অভিশংসনের বিষয়টি নিয়ে ভাবছি।

হাউসের ৭জন রিপাবলিকান সদস্য শনিবার নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে স্পিকার ন্যান্সি পেলোসির আনতে যাওয়া ট্রাম্পের অভিশংসনের বিল আটকাতে অনুরোধ জানিয়েছে। চিঠিতে তারা বলেন, মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন পূর্বে প্রেসিডেন্টকে অভিশংসনের দ্বিতীয় প্রক্রিয়া অপ্রয়োজনীয়। তারা বাইডেনকে লেখে, এই অভিশংসন মার্কিনিদের এক করতে আপনার প্রচেষ্টাকে খর্ব করবে এবং মহামারী ও অর্থনৈতিক অস্থিতিশীলতার এই সময়ে আরো বিভেদ ডেকে আনবে। প্রসঙ্গত, এর আগে ডেলাওয়ারে দেয়া এক বক্তৃতায় বাইডেন নিজেও ট্রাম্পের অভিশংসনের পক্ষে মত দেন নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ