প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কণ্ঠশিল্পী সালমা এবার নির্মাণ করছেন বিনোদনের জন্য পার্ক। সবশ্রেণীর মানুষের জন্য নির্মাণাধীন পার্কটির নাম দিয়েছেন ইউরোপিয়ান পার্ক। ময়মনসিংহের হালুয়াঘাটে এটি নির্মিত হচ্ছে। সালমা জানান, অনেকদিন ধরেই আমি আর আমার স্বামী এমন একটি পার্ক করার পরিকল্পনা করছি । অবশেষে সেটি বাস্তবায়নের কাজ শুরু করেছি। পার্কটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে আছে। আগামী এপ্রিল বা মে মাসে এটি উদ্বোধন করা হবে। বিনোদন পিয়াসীদের জন্য এটি নির্মাণ করা হচ্ছে। এদিকে, সালমা মৌলিক গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। এছাড়া সিমীত পরিসরে স্টেজে গান গাইছেণ। টিভির গানের অনুষ্ঠানগুলোতেও রয়েছে তার উপস্থিতি। উল্লেখ্য, সালমা নানারকম সামাজিক কর্মকান্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। প্রতিষ্ঠা করেছেন সাফিয়া ফাউন্ডেশন। করোনাকালে এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।