Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ২:৪৬ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে সোমবার জিও নিউজ এ খবর জানিয়েছে।

এক বিবৃতি বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন।


কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী শেহবাজ দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ এবং সবক্ষেত্রে তা বাড়ানোর উপায় নিয়ে যুবরাজ সালমানের সাথে আলোচনা করেন।

রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান এবং সৌদি আরব বিনিয়োগ, জ্বালানি এবং বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

দুই নেতাই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক পর্যালোচনা করেছেন।

দ্য নিউজ জানিয়েছে, একদিন আগে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি যুবরাজ বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদ বিন সালমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ