নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রিকেটের কনকাশন বদলি এখন থেকে ফুটবলেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে ফিফা। নিয়মের অধীনে চোটাক্রান্ত খেলোয়াড়ের পরিবর্তে অন্য কাউকে মাঠে নামাতে পারবেন কোচরা। ক্রিকেটে নিয়মটা চালু হয় ২০১৯ সালের নভেম্বরে। বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্ট দিয়ে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কাতারে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ দিয়ে পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে তথ্যটি জানায় ফিফা। গেল মাসে ফুটবলীয় আইন নির্মাতা সংগঠন আইএফএবি’র কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই সিদ্ধান্তটি নেয়া হল।
খেলোয়াড় পরিবর্তনের কোটা পূরণ করার পরও কোনো ফুটবলার যদি মাথায় চোট পান তাহলে আরেকজনকে নামাতে পারবেন কোচ।
কিছুদিন আগে লাল কার্ড না দেখেও দশ জনের দল নিয়ে মাঠ ছেড়েছিল বার্সেলোনা। কাতালানদের প্রধান কোচ রোনাল্ড কোম্যানের ‘অদূরদর্শিতা’ এবং ‘দুর্ভাগ্যের’ কারণে শেষের কয়েক মিনিট বার্সা খেলেছে ১০ জনের দল নিয়ে। আসলে পঞ্চম ও শেষ পরিবর্তন আগেই করে ফেলেছিলেন কোম্যান।
তাই ফিলিপ্পে কৌতিনহো ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেও তার বদলে কাউকে নামাতে পারেননি বার্সা কোচ। এরপর যাতে কোনো দল এমন দুর্ভাগ্যের শিকার না হয় এজন্য নতুন নিয়মটি করা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।