নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টানা দুই, না সাইফ স্পোর্টিং ক্লাব প্রথম শিরোপা জিতবে তার ফয়সালা হবে রোববার। এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে দু’দল। বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। বসুন্ধরার সামনে রয়েছে টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে সাইফের রয়েছে ঘরোয়া ফুটবলের কোনো টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। প্রথম সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ৩-০ ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এটা টুর্নামেন্টে সাইফের প্রথমবার ফাইনালে খেলার সুযোগ। আর শেষ চারের ঘটনাবহুল দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা ৩-১ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে। দু’দলই অপরাজিত থেকে ফাইনালের মঞ্চে এসেছে।
শনিবার মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন ও অধিনায়ক তপু বর্মণ এলেও আসেননি সাইফ স্পোর্টিং ক্লাবের বেলজিয়ান কোচ পল জোফেস পুট। যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তখন পুট দল নিয়ে অনুশীলনে ব্যস্ত ছিলেন। যদিও পরে নিজ হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ফাইনালে এগিয়ে রাখেন বসুন্ধরা কিংসকে। তবে কিংস কোচ ব্রুজেন তা মানতে নারাজ। তিনি নিজ দলকে ফেভারিট মনে না করলেও প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী।
তাই তো শনিবার অস্কার ব্রুজেন বলেন,‘সাইফ শক্তিশালী একটা দল। বল হারালে তারা দ্রুত পুনরুদ্ধার করতে পারে। উইংয়ে এবং আক্রমণভাগে তাদের ভালো খেলোয়াড় আছে। নিজেদের প্রতিও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। কিন্তু আমরা যদি নিজেদেরকে ফেভারিট ভাবি, তাহলে হারতে শুরু করব। আমাদের সতর্ক হতে হবে। কেননা, আমরা ইতিবাচক ফুটবল খেলা একটি দলের বিপক্ষে খেলবো।’ তিনি আরো বলেন,‘ফাইনালের আগে সাইফ আমাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম পেয়েছে। প্রমাণ করেছে তারা ভালো দল। আমরা তাদের শক্তির জায়গা জানি, তাদের দুর্বলতাও জানি। তাদের দুর্বলতার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো।’
অধিনায়ক তপু বর্মণ বলেন,‘সাইফ অবশ্যই শক্তিশালী দল। তারা তিন-চার বছর একসঙ্গে খেলছে। যখন তারা শুরু করেছিল, তখন তরুণ ছিল। এখন পরিণত হয়েছে। তাদের খুব ভালো স্ট্রাইকারও আছে। তবে আমরা সতর্ক থেকে রক্ষণ সামলাই, রক্ষণ জমাট রাখি। দলীয় পারফরম্যান্সে আমরা ভালো করেছি। যদি প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে ফাইনালে আমরাই ভালো করবো।’
এদিকে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে না এলেও হোটেলে বসে সাইফ কোচ পল পুট সাংবাদিকদের বলেন,‘কালকের (রোববারের) প্রতিপক্ষের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। আপনি ফেরারি গাড়ির সঙ্গে টয়োটার তুলনা করতে পারেন না। ওরা সব সময় ফাইনালে ওঠে এবং শিরোপার জন্য খেলে। তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি।’
পল যোগ করেন,‘বসুন্ধরা খুব নিখুঁত একটি দল। আমরা বড় একটা প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। তবে যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়ে আমরা চেষ্টা করবো। সে আত্মবিশ্বাস আমাদের আছে।’
বেলজিয়ামের হাইপ্রোফাইল কোাচ পল পুট গত বছর সাইফ স্পোর্টিংয়ের হাল ধরেন। প্রথম মিশনেই দলকে নিয়ে আসেন ফেডারেশন কাপের ফাইনালে। সেরা সাফল্য দিয়ে টুর্নামেন্টের শেষ করতে চান তিনি। তার কথায়,‘সাইফ নতুন দল হিসেবে যে ফাইনালে উঠবে, তা অনেকেই প্রত্যাশা করেনি। এই দলটাকে ভবিষ্যতের শক্তিশালী দল হিসেবে দাঁড় করানোর জন্য আমরা চেষ্টা করছি। আমার মনে হচ্ছে, আমি যেটা চাচ্ছি, ছেলেরা মাঠে সেটা করে দেখাতে পারছে। তারা শৃঙ্খলাবদ্ধ এবং কঠোর পরিশ্রম করছে। ফুটবলে সবকিছুই সম্ভব, কিন্তু আপনাকে বাস্তববাদী হতে হবে। সাইফ এর আগে কোয়ার্টার ফাইনালের পর্যন্ত খেলেছে। এবার সেমিফাইনালে টপকে ফাইনালে এসেছে। অলরেডি ইতিহাস গড়েছে। আমাদের আরো ৯০ মিনিট খেলতে হবে। হতে পারে আরো বড় ইতিহাস গড়বো আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।