মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় আহত হওয়া একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। মার্কিন ক্যাপিটল পুলিশ এ কথা জানিয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, অফিসার ব্রায়ান ডি. সিকনিক বৃহস্পতিবার মারা গেছেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দায়িত্ব পালনের সময় মার্কিন পার্লামেন্টে বিক্ষোভকারীদের সঙ্গে শারীরিক সংঘর্ষের সময় আহত হন সিকনিক। পরে সেই আঘাতেই তার মৃত্যু হয়।
বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালায়। সেখানে দায়িত্ব পালন শেষে নিজের অফিসে ফিরে আসেন এবং পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মারা যান।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের হোমোসাইড ব্রাঞ্চ ইউএসসিপি এবং ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী সিকনিকের মৃত্যুর তদন্ত করবে। ২০০৮ সালে ক্যাপিটল পুলিশে যোগ দেন সিকনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।