Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাকসিন প্রয়োগের মধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

যুক্তরাষ্ট্রজুড়ে দুটি ভ্যাকসিনের গণহারে প্রয়োগ চলার পরও দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতের রেকর্ড হয়েছে। বুধবার একদিনে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন রেকর্ড ২ লাখ ৬০ হাজারের বেশি। মারা গেছেন ৪ হাজারের উপরে। শুধু তাই নয় দেশটির অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ১৮ লাখ। আর মৃত্যু প্রায় ৩ লাখ ৭০ হাজার। অন্যদিকে, ইউরোপেও গণহারে টিকা কার্যক্রম সত্তে¡ও প্রতিনিয়তই বেড়েই চলেছে করোনার সংক্রমণ। যুক্তরাজ্যে গেল এপ্রিলের পর প্রথমবারের মতো একদিনে সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে বুধবার একদিনেই মারা গেছেন ১ হাজার ৪১ জন। শনাক্ত হয়েছেন ৬২ হাজারের বেশি। এদিকে, সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাজ্যের স্কুলগুলোতে বুধবারের সকল পরীক্ষা বাতিল করা হয়। তবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশজুড়ে চলডাউন চললেও ক্রমান্বয়ে আস্তে আস্তে তা তুলে নেয়া হবে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ