Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াম চমস্কিসহ তিন মার্কিন বুদ্ধিজীবী বললেন, ‘ক্ষমতার মোহে এক উন্মাদের নাম ট্রাম্প’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৫:৫১ পিএম

মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় ট্রাম্পকে ‘ক্ষমতার মোহে এক উন্মাদ’ বলে অভিহিত করেছেন নোয়াম চমস্কিসহ তিন মার্কিন বুদ্ধিজীবী।নোয়াম চমস্কি বলেন, ক্ষমতার মোহে এক উন্মাদের নাম ট্রাম্প। তিনি বলেন, বেশিরভাগ দেশ জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে অন্তত কিছু না কিছু হলেও করছে। হয়তো যতটা করা উচিত, ততটা না। ট্রাম্প বিশ্বের একমাত্র মানুষ, যিনি এর বিপরীতে হেটেছেলিন। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে এসেছিল। এসব সহ্য করা হয়েছে। কিন্তু এবার তিনি দেশের গণতান্ত্রিক পরিবেশকে যেভাবে কলঙ্কিত করেছেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ। - সিএনএন, দ্য নিউ ইয়র্কার, এবিসি

এদিকে ইউএস পলিটিক্যাল পলিসি সেন্টারের প্রধান ও অধ্যাপক উইলিয়াম গ্রেভার স্ট্যানলি বলেন, ট্রাম্প ক্ষমতার মোহে অন্ধ। না হলে মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার পরপরই হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথিউস পদত্যাগ করেছেন। ঘটনার পর পদত্যাগ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টিফানি গ্রিশামও। সারা ম্যাথিউস বলেছেন, কংগ্রেসের হলগুলোতে যা ঘটতে দেখেছেন, সেসব খুবই বিরক্তিকর। কিন্তু মোটেই ট্রাম্পের কাছে এসব কিছুই যায় আসে না। ট্রাম্প বুঝতে পারছেন না দেশের ভাবমূর্তি সারা বিশ্বে কতোটা খাটো করলেন তিনি।

শীর্ষ মার্কিন বুদ্ধিজীবি অ্যালেক্স রজার্স বলেন, অধিবেশনে হামলার পর বিরোধীদের পাশাপাশি রিপাবলিকানরাও ফুঁসে উঠেছেন। দলের শীর্ষ নেতারা এই ঘটনায় নিজেদেরই ‘অপমান’ দেখছেন। শুধু ট্রাম্প এখানে কিছুই দেখছেন না। তাকে দল উৎখাত করা ও বিচারের আওতায় আনা দরকার। বাইডেন শপথ নেয়ার আগেই ২৫তম সংশোধনীর মাধ্যমে তাকে উৎখাতের পরিকল্পনা করছেন রিপাবলিকানরা, শুনেছি এমন কথাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ