Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহত্তম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবে ইসরাইল ও গ্রিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

ভ‚মধ্যসাগরে তুরস্কের দুই প্রতিদ্ব›দ্বী দেশ ইসরাইল ও গ্রিস প্রায় ১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার সমম‚ল্যের সর্বকালের বৃহত্তম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ইসরাইলি পত্রিকা দ্য টাইমস অফ ইসরাইল এ খবর প্রকাশ করেছে। দু’দেশের সংশ্লিষ্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া চুক্তিটি ইসরাইলের বৃহত্তম বেসরকারী অস্ত্র সংস্থা এলবিট সিস্টেমকে গ্রিসের হেলেনিক এয়ার ফোর্সের জন্য একটি ফ্লাইট স্কুল স্থাপন ও পরিচালনার অনুমোদন দিবে। কথিত আছে, ২০১৪ সালে গাজার যুদ্ধে ব্যবহৃত ড্রোনগুলোর প্রায় ৮৫ ভাগ সরবরাহ করেছে এলবিট। ভয়াবহ এ যুদ্ধে মাত্র ৫০ দিনে দুই হাজার ২০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়, যাদের মধ্যে শুধু শিশুর সংখ্যাই ছিল ৫০০। পুরো ব্রিটেন জুড়ে ইসরাইলি অস্ত্র সংস্থাটির দশটি সাইট রয়েছে। গ্রিক সরকার ইসরাইলের কাছ থেকে সিমুলেটর, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা নেয়ার পাশাপাশি প্রশিক্ষণ বিমানও কিনবে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, এ চুক্তিটি ২০ বছরের অধিক সময়ের জন্য কার্যকর হবে। প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ‘এ চুক্তি গ্রিসের সাথে আমাদের চমৎকার ও বিকাশমান সম্পর্কের প্রতিফলন’। তিনি বলেন, ‘এটি একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব যা ইসরাইল ও গ্রিস উভয় দেশের স্বার্থে কাজ করবে, দু’দেশেই ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে ও ভ‚মধ্যসাগরে দেশ দু’টির স্থিতিশীলতা বাড়াবে।’ গত নভেম্বর মাসে ইসরাইল, গ্রিস ও গ্রিক সাইপ্রাস পরস্পরের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হওয়ার পরিপ্রেক্ষিতে এ চুক্তিটি স্বাক্ষর হতে যাচ্ছে। দেশ তিনটি পূর্ব ভ‚মধ্যসাগর জুড়ে তুরস্কের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের অধিকার অস্বীকার করলে এ অঞ্চলে উত্তেজনা দেখা দেয়। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তারা। মিডল ইস্ট মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ