পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
আঞ্চলিক ‘সংহতি ও স্থিতিশীলতা’ বজায় রাখার লক্ষ্যে এক চুক্তিতে স্বাক্ষর করেছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। আজ মঙ্গলবার সউদী আরবে চলমান উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক শীর্ষ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সউদী আরব ঘোষণা দিয়েছে, প্রায় সাড়ে তিন বছরের তিক্ততা ভুলে কাতারের সঙ্গে স্থল ও আকাশ যোগাযোগ পুনঃস্থাপন করা হবে। ফলে সউদী আরবের পাশাপাশি মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সঙ্গে যে ক‚টনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং স্থল, জল ও আকাশ যোগাযোগ স্থগিত করেছিল সেটি ফের স্বাভাবিক হতে চলেছে বলে আশা করা হচ্ছে। উপসাগরীয় এই চার দেশের অভিযোগ ছিল, দোহা অন্যান্য আপত্তিকর বিষয়ের পাশাপাশি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অন্যতম হুমকি ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও কাতার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। সউদী আরব যখন উপসাগরীয় সঙ্কট সমাধানে এমন পদক্ষেপ নিয়ে এক মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করলো, তারপরও আঞ্চলিক সংহতি এখনো বহুদ‚র। আর এই চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তাও সুদ‚র পরাহত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবুধাবি এবং দোহার মধ্যে বিরোধটিই সবচেয়ে গভীর। দুই দেশের নেতারা আদর্শগতভাবে দুই দ্বীপের বাসিন্দা। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।