মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০২০ সালের ডিসেম্বরে ভারতের বেকারত্ব হার বেড়ে দাঁড়িয়ে ৯ দশমিক ১ শতাংশ, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর বিজনেস টুডে। জুন থেকে ধীরে ধীরে লকডাউন শিথিল হওয়ায় ভারতে বিভিন্ন কার্যক্রম শুরু হয়। তখন ভারতের বেকারত্ব হার ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ। ধীরে ধীরে তা কমতে থাকে এবং নভেম্বরে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়। সিএমআইইয়ের উপাত্তে দেখা গেছে, ৬ ডিসেম্বর শেষ হওয়া মাসের প্রথম সপ্তাহে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ। তার পরের দুই সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৯ দশমিক ৯ শতাংশ ও ১০ দশমিক ১ শতাংশ। শেষ সপ্তাহে পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে দাঁড়ায় ৯ দশমিক ৫ শতাংশ। সিএমআইই বলছে, কাজ-প্রত্যাশীর সংখ্যা বেড়েছে। শ্রমশক্তি নভেম্বরের ৪২ কোটি ১০ লাখ থেকে ডিসেম্বরে দাঁড়িয়েছে ৪২ কোটি ৭০ লাখ। কিন্তু শ্রমবাজার ৬০ লাখ শ্রমিকের কর্মসংস্থান দিতে সক্ষম না হওয়ায় অধিকাংশ বেকার রয়ে গেছেন। সিএমআইইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মহেশ ব্যাস জানান, উচ্চহারের ম‚ল্যস্ফীতি বেকারত্ব হারে প্রভাব রাখবে। গত মাসে দেশটির ম‚ল্যস্ফীতি ৭ শতাংশের আশেপাশে ছিল। বিজনেস টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।