Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে ৭টি গুলি করে হত্যা করা মার্কিন পুলিশ সদস্যকে নির্দোষ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৬:৫৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে ৭টি গুলি করে হত্যা করা পুলিশ সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন দেশটির আদালত।দেশটির উইসকিনসন রাজ্যের কেনোসা অঞ্চলের ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি না হওয়ায় রাজ্যব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২০২০ সালের ২৩ আগষ্ট কৃষ্ণাঙ্গ ব্লেক তার গাড়ি চালাচ্ছিলেন, তার পাশে বসে ছিলেন তার ৩ সন্তান। -বিবিসি

শ্বেতাঙ্গ পুলিশ রাস্টিন শেস্কি তার বর্ণবাদী মনোভাবের কারণে হঠাৎ করে তার অস্ত্র বের করে ব্লেকের উদ্দেশ্যে বেশ কয়েকবার গুলি চালান। গুলিতে তার বাম পাশের কোমড়ের নিম্নাংশ প্যারালাইজড হয়ে তিনি মারা যান। ১৮ বছর বয়সী শ্বেতাঙ্গ কেইলি রিট্টেনহাউস তার বিরুদ্ধে আনিত ৬টি অভিযোগই অস্বীকার করেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ব্লেককে হত্যার পরদিন নিজের আইনজীবির সাথে বাকবিতন্ডা করতে করতে সে তিনজন কৃষ্ণাঙ্গের দিকে গুলি ছোড়ে , গুলিতে দুইজন নিহত ও একজন আহত হন। কেইলির মতো ডান-পন্থী’ আরও অনেকে ব্লেককে গুলি করার পর থেকে অস্ত্র নিয়ে চলাফেরা শুরু করে। কেনেসা শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল মাইকেল গ্রেভলি, অফিসার শেস্কির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই মর্মে রায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ