Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মাস্ক পরেই আসতে হবে : স্পিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৫:২৫ পিএম

মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মাস্ক পরা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার জর্জিয়া রিপ্রেজেন্টেটিভ মারজেরি টেইলর ও টেক্সাস রিপ্রেজেন্টেটিভ চিপ রয়, মাস্ক না পরেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভে প্রবেশ করতে চাইলে, হাউস স্টাফদের সঙ্গে তাদের ঝামেলা হয়। পরে তারা হাউসে আসার জন্য মাস্ক বাধ্যতামূলক না রাখার জন্য বক্তব্য দেন। হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, মানুষকে সচেতন করার আগে দেশের আইন প্রণেতাদের সচেতন হতে হবে। হাউসে সব সদস্যদের মাস্ক পরে আসতে হবে। -সিএনএন

সিএনএন জানায়, এ বিষয়ে টেক্সাস রিপ্রেজেন্টেটিভ রয়ের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি কথা বলেননি। অন্যদিকে জর্জিয়া রিপ্রেজেন্টেটিভ মারজেরির অফিস থেকে জানানো হয়, তিনি শারীরিকভাবে সুস্থ এবং তার করোনা নেগেটিভ। তাই তিনি মাস্ক পরেননি। স্পিকারকে উদ্দেশ্য করে হাউসের একজন রিপাবলিকান সদস্য বলেন, ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ জিউন মুরের করোনা পজেটিভ থাকা সত্ত্বেও তিনি গত রোববার কিভাবে হাউসে এলেন? স্পিকার ওই সদস্যকে বলেন, তিনি যখন হাউসে এসেছিলেন, তখন তার মাস্ক পরা ছিলো। তার করোনা পজেটিভ জানার পর, তিনি তো আর আসছেন না। এ নিয়ে কথা বলার সুযোগ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ