মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে রেশনের চাল, গম বাংলাদেশে পাচার হচ্ছে। রাজ্যে আমরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্ত হবে। তিনি আজ (মঙ্গলবার) বর্ধমানের ভাতারে এক জনসমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ ওই বিষয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট করে বলেন, ‘লকডাউনে রেশনের সামগ্রী সবটা পাননি, দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ভাইরা অর্ধেক মেরে দিয়েছে! পাঁচ কিলো চাল, এক কিলো ডাল। ডাল তো আগেই গায়েব হয়ে গেল! গমও পাওয়া গেল না। চাল পাওয়া গেলেও বস্তা বদল হয়ে যাচ্ছে। ভালো চাল চলে যাচ্ছে বাংলাদেশে, পচা চালটা আমরা খাচ্ছি। দু’সপ্তাহ আগে দেড়শো ট্রাক ধরা পড়েছিল বনগাঁ সীমান্তে, বাংলাদেশে যাচ্ছিল। ওই দেড়শো ট্রাকে গম ভর্তি ছিল। একটা ট্রাকে যদি ২৫ টন করে গম থাকে তাহলে কত টন গম চুরি হচ্ছিল? আমাদের চাল চোর যে খাদ্যমন্ত্রী আছে, তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, এগুলো তো মনে হচ্ছে রেশনের গম? এগুলো কোথায় যাচ্ছে? কে বার করলো? উনি বললেন, আমি ঠিক জানি না। সিআইডি তদন্ত করাচ্ছি। কিন্তু সিআইডি সব কিছু চাপা দিয়ে দেয়।’
বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, ‘সিআইডি-ফিআইডি দেখাবেন না। বন্ধুগণ, যে যে ওই চাল খেয়েছে, গম খেয়েছে, আমরা যেদিন ক্ষমতায় আসব সিবিআই তদন্ত করে সব পেট থেকে বার করব। ওদেরকে বর্ধমানের জেলে নয়, দমদমের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। সব আদায় করা হবে।’
‘গরীব মানুষের টাকা খেয়ে, গরীব মানুষের রেশন খেয়ে হজম করতে দেবো না। তাদেরকে জেলের ভাত খেতে হবে’ বলেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি হুঁশিয়ারি দিয়েছেন।
সূএ :পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।