Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিক কোস্টগার্ডের ফেরত পাঠানো অভিবাসীদের উদ্ধার করল তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

এজিয়ান সাগরে থেকে গ্রিক কোস্টগার্ডের ফেরত পাঠানো ৮০ জন আশ্রয় প্রার্থীকে উদ্ধার করেছে তুরস্ক। এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। স‚ত্রটি জানিয়েছে, ইঞ্জিন ভেঙ্গে যাওয়ার কারণে ১৯ জন নৌকায় আটকা পড়ে যায়। তুরস্কের দক্ষিণ-পশ্চিমা মুগলা প্রদেশের মারমারিস জেলার উপক‚ল থেকে তাদের উদ্ধার করা হয়। তুর্কি কোস্টগার্ড ৩৪ জন আশ্রয় প্রার্থীর আরেকটি দলকে মুগলা প্রদেশের বোড্রাম জেলার উপক‚লে নিয়মিত টহল পরিচালনার সময় উদ্ধার করে। পৃথক ঘটনায় তুর্কি কোস্টগার্ডের আরো একটি দল ২৬ জন আশ্রয় প্রার্থীকে উদ্ধার করে উত্তর-পশ্চিম কানাক্কালে প্রদেশের আইভাসিক উপক‚লে পাঠিয়েছে। আশ্রয় প্রার্থীরা ডিঙ্গি ও লাইফ বোটে গ্রিসের লেসবোস (মিডিলি) দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিল। তাদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকা সত্তে¡ও গ্রীক কোস্টগার্ড তুরস্ক জলসীমায় ফেরত পাঠিয়ে দেয়। রুটিন চেকের পরে উদ্ধারকৃতদের প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়। বিশেষত যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে ইউরোপে নতুন জীবন শুরুর লক্ষ্যে পাড়ি জমানোর জন্য শরণার্থীদের কাছে তুরস্ক একটি গুরুত্বপ‚র্ণ ট্রানজিট পয়েন্ট। এই বছরের শুরুর দিকে দেশটি ইউরোপীয় ইউনিয়নের ২০১৬ সালের অভিবাসী চুক্তির প্রতিশ্রুতি না রাখার অভিযোগে অভিবাসীদের ইউরোপে পৌঁছানোর পথ খুলে দিয়েছে।গ্রিসের শরণার্থীদের ফিরিয়ে দেয়াকে তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে এবং বলছে, এটি নারী ও শিশুসহ দুর্বল শরণার্থীদের জীবনকে বিপন্ন করে, যা মানবিক ম‚ল্যবোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ