প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন বিজ্ঞাপনে একসাথে মডেল হলেকন অভিনেতা ডা. এজাজুল ইসলাম ও ফারুক আহমেদ। নাফিজ রেজার পরিচালনায় আরএফএল ডেকোরেটর চেয়ারের একটি বিজ্ঞাপনে তারা মডেল হয়েছেন। ডা. এজাজুল ইসলাম বলেন, আরএফএল আমাদের গর্ব। শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে আরএফএল পণ্য পাওয়া যায়। আরএফএলের সাথে এটা আমার প্রথম কাজ। ফারুক আহমেদ বলেন, নাটকে নিয়মিত হলেও অনেক দিন ধরে বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়নি। আরএফএল ডেকোরেটর চেয়ারের মাধ্যমে আবার কাজ শুরু করলাম। আশা করি, দর্শকদের কাছেও কাজটি ভালো লাগবে। তিনি বলেন, কাজ করার ক্ষেত্রে আমি সবসময় সাধারণ মানুষের সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে থাকি। কাজের সুবাদে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের সময় দেখেছি আরএফএল ডেকোরেটর চেয়ার দেশের আনাচে কানাচে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ও সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। আরএফএল গ্রæপের সিনিয়র ব্রান্ড ম্যানেজার ইসফাকুল হক বলেন, ডা. এজাজ ও ফারুক আহমেদ খুবই জনপ্রিয় অভিনেতা। তাদেরকে আরএফএল ডেকোরেটর চেয়ারের মতো ফ্লাগশিপ পণ্যের বিজ্ঞাপনে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই বিজ্ঞাপনের মাধ্যমে আরএফএল ডেকোরেটর চেয়ারের প্রচারণায় ভিন্ন মাত্রা পাবে বলে আশা করছি। তিনি জানান, ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে পিআর প্রোডাকশন হাউজের ব্যানারে। খুব শীঘ্রই দেশের বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।