Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনচিত্রে অলরাউন্ডার সাকিব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৬ এএম

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। একটি মোবাইল অপারটরের বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। গত ২৪ জুলাই এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং হয়। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। এ বিজ্ঞাপনচিত্রে ভিন্ন ধরনের গেটআপে দেখা গেছে সাকিবকে। মাথাভর্তি কোঁকড়ানো চুল, গোঁফ আর আস্তিন গোটানো শার্ট। বিজ্ঞাপনটির গল্প নিয়ে এখনই কিছু জানাতে চান না নির্মাতা। এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব। তার দাবি, চুক্তিভঙ্গ করে বেআইনিভাবে তার ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন বিজ্ঞাপনচিত্রে অলরাউন্ডার সাকিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ