Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে খেলার স্বপ্ন সাইফ-চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৭:১৫ পিএম

মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে খেলার স্বপ্নে এখন বিভোর সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে দু’দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে জয় পেয়ে সেরা দুইয়ে জায়গা পেতে চায় সাইফ-চট্টগ্রাম আবাহনী।

শেষ চারের ম্যাচে মাঠে নামার আগে জাতীয় দলের সাবেক ও চট্টগ্রাম আবাহনীর বর্তমান কোচ মারুফুল হক প্রতিপক্ষ সাইফ স্পোর্টিংকে এগিয়ে রাখলেন। মঙ্গলবার তার কথায় সেটাই স্পষ্ট। তিনি বলেন,‘সাইফ স্পোর্টিং খুবই শক্তিশালী দল। তারা কোয়ার্টার ফাইনালে মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলে জয় ছিনিয়ে নিয়েছে। তাই সেমিতে আমি তাদেরকেই এগিয়ে রাখবো। তবে আমরা জয় পেতেই মাঠে নামবো।’ টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট দলের কোচদের তালিকায় চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকই একমাত্র স্থানীয়। বাকি তিন দলের কোচই বিদেশি।

মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় মাঠে মারুফুল হক শিষ্যদের পেনাল্টি শুটআউট অনুশীলন করিয়েছেন অনেকক্ষণ। কারণ এই পেনাল্টি শটই মোহামেডানকে ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। কোয়ার্টার ফাইনালে সাদাকালোদের বিপক্ষে সাডেন ডেথে ম্যাচ জিতে সাইফ এখন শেষ চারে। যদিও মারুফুল হক মনে করেন সেমিতে নির্ধারিত ৯০ মিনিটেই ম্যাচের ফলাফল হবে। তার কথায়, ‘আমার বিশ্বাস নির্ধারিত সময়েই খেলা শেষ হবে।’ তবে বিশ্বস্ত সুত্র জানায়, চট্টগ্রাম আবাহনীর অ্যাটাকিং লাইন ইনজুরিতে জর্জরিত। ফরোয়ার্ড সাখওয়াত রনি ব্যথা পেয়েছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন রোচা ব্রিজোলারার হালকা চোট রয়েছে। নাইজেরিয়ান ম্যাথু চিনেদু করোনা নেগেটিভ হয়ে ফিরেছেন মাত্র। তবে ইনজুরি সমস্যা থাকলেও ম্যাচ জিততে দৃঢ় প্রত্যয়ী মারুফুল বলেন, ‘সমস্যা থাকবেই। সেই সমস্যাকে আমলে নিয়ে কৌশল সাজাতে হবে।’ সাইফের বেলজিয়ান কোচ পল জোসেফ পুটের প্রশংসা করে জাতীয় দলের সাবেক কোচ বলেন, ‘পল পুট অনেক বড় মাপের কোচ। তা ইতোমধ্যে তিনি তার দলের খেলার কৌশলের মাধ্যমে প্রমাণ করেছেন। সেমিফাইনালে তার কৌশলের উপর আমার পরিকল্পনা অনেকাংশে নির্ভর করবে।’

অন্যদিকে এই প্রথমবারের মতো ফেডারেশন কাপের শেষ চারে খেলার সুযোগ পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তাই ফাইনালে খেলার পাশাপাশি

ট্রফি জেতার স্বপ্নও দেখছে তারা। সেই পথে বড় বাধা চট্টগ্রাম আবাহনী। তাই তো কাল ফুটবলারদের প্রায় দুই ঘন্টা বিরামহীন অনুশীলন করিয়েছেন বেলজিয়ান কোচ পল পুট। কোচ পল পুটও আশা করেন তার ছেলেরা সেমিফাইনালের বাধা টপকে ফাইনালে খেলবে। পলের কথায়, ‘ক্যারিয়ারে সেমিফাইনালের মতো এমন বড় ম্যাচের চাপ নেয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। তাই ম্যাচে কিভাবে জেতা যায়, সেটাই শিক্ষা দিয়েছি ছেলেদের। বাকিটা মাঠেই প্রমাণ হবে।’ শেষ চারের ম্যাচে সাইফের কোনো চাপ আছে কি না? এমন প্রশ্নে দলের নির্ভরযোগ্য ফুটবলার রহমত মিয়া বলেন, ‘সাইফ নয়, সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীই চাপে থাকবে। তারা অনেক ভালো দল। আমাদের সেরকম কোন চাপ নেই। আমাদের পারফরম্যান্স শতভাগ দেয়ার চেষ্টা করবো। ট্রফি জেতাই আমাদের প্রধান লক্ষ্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ