Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ ভেন্যুর সন্ধানে বাফুফে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৭:১৩ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’কে সামনে রেখে চতুর্থ ভেন্যুর সন্ধানে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন মৌসুমে বিপিএলের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামসহ চারটিকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছিল বাফুফে। তবে শেষ মূহূর্তে বাদ দিতে হয়েছে নরসিংদীর স্টেডিয়ামকে। যাকে হোমভেন্যু করতে চেয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু দলটির কর্তারা সেখানে গিয়ে দেখেন মাঠ খেলার উপযুক্ত নয়। তাছাড়া ওই স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। ফুটবলবোদ্ধাদের প্রশ্ন- ভালোভাবে পর্যবেক্ষণ না করে কি কারণে বাফুফে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে বিপিএল ভেন্যুর তালিকায় রেখেছিল? গত মৌসুমে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল সাইফ স্পোর্টিং। এবারও তাদের ইচ্ছা ছিল ঢাকার বাইরে থাকা। ভেন্যু উপযুক্ত না থাকায় নরসিংদীর পরিবর্তে এখন তারা হোম ভেন্যু করতে চাইছে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। তাই সমস্যা সমাধানে বাফুফে অনুসন্ধান করছে চতুর্থ ভেন্যুর।

কারণ তারা এবার চার ভেন্যুতেই বিপিএল আয়োজন করতে চায়। তবে কিছু সমস্যা থাকায় ভেন্যু ঘোষণার পরও বাফুফে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামকে বাদ দিয়েছিল। এখন নরসিংদী বাতিল হওয়ায় আর্মি স্টেডিয়াম পেতে ফের দেন-দরবার শুরু করেছে বাফুফে। বিশ্বস্ত সুত্র জানায়, কয়েকদিনের মধ্যে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে বাফুফের পেশাদার লিগ কমিটির কর্মকর্তারা।


বিপিএলে এবার নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম। ভেন্যু তালিকায় এই স্টেডিয়ামের নাম যোগ হওয়ার পর শুরুতে কোনো ক্লাবেরই আগ্রহ ছিল না টঙ্গীকে হোম ভেন্যু করার। তবে শেষ পর্যন্ত আরামবাগ ক্রীড়া সংঘ রাজি হয়েছে। তারা বঙ্গবন্ধুর পাশাপাশি শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামটিকেও হোম ভেন্যূ বানাতে বাফুফের কাছে ইতোমধ্যে আবেদন করেছে। এ প্রসঙ্গে আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মঙ্গলবার বলেন,‘আমরা টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মধ্য থেকে যে কোনো একটিকে হোমভেন্যূ হিসেবে পেতে আবেদন করেছি। দেখা যাক বাফুফে কি সিদ্ধান্ত নেয়।’ তিনি যোগ করেন,‘তবে বাফুফে যদি হোমভেন্যু হিসেবে আমাদের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম দেয়, তাহলে ভালোই হবে।’

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্লাবগুলোর ভ্রমণ কমাতে এবার ভেন্যুর তালিকা থেকে বাদ দেয়া হয় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, নীলফামারীর শহীদ শেখ কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের নাম।

গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্র তাদের হোম ভেন্যু করেছিল সিলেট জেলা স্টেডিয়ামকে। ভেন্যুটি এবার বাতিল হওয়ায় তারা এ মৌসুমে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চেয়েছে। ঢাকা আবাহনী আগের মতোই থাকবে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, আরামবাগ ক্রীড়া সংঘ, সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু করার জন্য আবেদন করেছে।

লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গত মৌসুমে নিজেদের ঘরের মাঠ বানিয়েছিল নীলফামারীর শহীদ শেখ কামাল স্টেডিয়ামে। এ মৌসুমে ভেন্যুটি বাতিল হওয়ায় তারা মোহামেডানের সঙ্গে যৌথভাবে হোম ভেন্যু বানাচ্ছে কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ