গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পারিবারিক বিরোধে নিষ্ঠুরতার শিকার হচ্ছে শিশুরা। তেমনি এক ঘটনা ঘটেছে এবার রাজধানীতে।
রাজধানী দক্ষিণখানে আট মাসের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে। শিশুটির মা পুলিশের কাছে এ অভিযোগ করেন। এ ঘটনায় শিশু আবদুল কাদের জিলানী রাব্বির বাবা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ইন্সপেক্টর (অপারেশন) আফতাব উদ্দিন শেখ জানান, সোমবার দুপুর একটার দিকে সংবাদ পাই দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় লিটনের ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে বাবা রফিকুল ইসলাম তার ৮ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা করেছে। ঘটনার পরপরই রফিকুল ইসলামকে আটক করা হয়।
তিনি আরও জানান, শিশুটির মা রাহিমা খাতুনের কাছে জানা যায়, তার স্বামী রিকশা চালক। ওই এলাকায় একটি বাসায় চার মাসের বাড়ি ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা তাদের বের করে দেন। একপর্যায়ে ওই মুন্সি মার্কেট এলাকায় তার ফুফুর বাসায় ওঠেন তারা। সেখানেও স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে বাবা শিশুকে একাধিকবার ফ্লোরে আছাড় দিয়ে হত্যা করে।
আফতাব উদ্দিন শেখ বলেন, রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।