Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ২২ দিনের শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি মায়ের

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ৭:২৭ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া গ্রামে নিজ ২২ দিনের শিশু সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সাবিকুন্নাহার (২১) নামের এক মা।

জানা গেছে,উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুনের সাথে ১ বৎসর আগে বিয়ে হয় কালনীকান্দা গ্রামের আঃরশিদের মেয়ে সাবিকুন্নাহার (২১) এর সাথে।এই দম্পতিরই ২২ দিনের শিশু সাইম।আদালতে নিজ ২২ দিনের শিশু সাইমকেই বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করেছে বলে এই স্বীকারোক্তি দিয়েছে সাবিকুন্নাহার।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের ওসি আবুল খায়ের এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান,গত ৬ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১ টার সময় সাবিকুন্নাহার তাঁর শাশুরীর সাথে ঘুমিয়ে থাকা নিজের শিশু সন্তান সাইমকে বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করে।এই ঘটনায় সাইমের বাবা হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করে, যার নং-৮।মামলা দায়েরের পর পুলিশী তদন্তের সময় সাবিকুন্নাহারকে ৭ আগষ্ট জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেকুন্নাহার সাইমকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে।অতঃপর সাবেকুন্নাহারকে আজ ৮ আগষ্ট রোববার ৩০২/২০১/৩৪ ধারায় ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এর আদালতে সোপর্দ করে পুলিশ।সেখানেই ১৬৪ ধারায় নিজ ২২ দিনের শিশু সাইমকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় সাবিকুন্নাহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু হত্যা

৫ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ